টঙ্গী প্রতিনিধি : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, সমাজের অন্যায়-অনাচার, নারীর প্রতি বিরুপ প্রতিক্রিয়া, ইভটিজিং ও ডিজিটাল ভায়োলেন্স রোধে ছাত্রছাত্রীদের লেখা পড়ার পাশাপাশি খেলাধুলায় মনেযোগ দিতে হবে। সরকার মাদক এবং সন্ত্রাসকে জিরো টলারেন্স হিসাবে ঘোষণা দিয়ে তা নির্মূলে কাজ করে যাচ্ছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় টঙ্গীর মরকুন টিএন্ডটি কলোনী মাঠে সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গাজীপুর সিটি করপোরেশনের ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাদেক আলী সভাপতিত্বে এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের টঙ্গী জোনের সহকারী পুলিশ কমিশনার আশরাফ-উল-ইসলাম পিপিএম এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গাজীপুর মেট্রোপলিটন (জিএমপি) পুলিশ কমিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম সেবা, সাবেক সংসদ সদস্য কাজী মোজাম্মেল হক, জিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মামুন-অর-রশিদ, টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সহসভাপতি আসাদুর রহমান কিরণ, যুগ্ন সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, টঙ্গী পূর্ব থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রার্থী কাওছার আহম্মেদ, থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাবেক কাউন্সিলর হেলাল উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, টঙ্গী পশ্চিম থানা যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা প্রমুখ।