নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তুরাগের রাজাবাড়ী এলাকায় জান্নাতুল ফেরদৌস (২১) নামে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন । শনিবার দিনগত রাত ১১টার দিকে তুরাগের রাজাবাড়ী চৌরাস্তার কবরস্থান সংলগ্ন জৈনক জয়নাল আবেদিনের বাড়ীর ২য় তলার একটি কক্ষের জানালার সাথে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ঐ কক্ষের ভাড়াটিয়া জান্নাতুল ফেরদৌস । নিহত জান্নাতুল ফেরদৌস গতকাল ( ৫ই ফেব্রয়ারি ) গ্রাম থেকে চাকুরীর উদ্দেশে রাজধানীর তুরাগে এসে জৈনক জয়নাল আবেদিনের বাড়ীর ২য় তলার একটি কক্ষ ভাড়া নেন তার এক দিন পরেই ঐ নারী আত্মহত্যা করেন । এই নারী তার শয়ন কক্ষের ভিতর থেকে দরজার ছিটকানি মেরে দিয়ে ওড়না দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছেন বলে জানিয়েছেন তুরাগ থানা পুলিশের উপপরিদর্শক ( এস আই ) গোবিন্দ চন্দ্র। এই নারীর আত্মহত্যা করার পর পাশের রুমের ভাড়াটিয়ারা আত্মহত্যার বিষয় টের পেলে থানায় খবর দিলে, নিহতদের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করেন তুরাগ থানা পুলিশ । নিহত জান্নাতুল ফেরদৌস চাঁদপুর জেলার, কচুয়া থানার, জগতপুর গ্রামের মৃত রুহুল আমীনের মেয়ে । ভোররাত ৪টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছিলো ।